ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচনে বিএনপির অংশগ্রহণ ইতিবাচক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
পৌর নির্বাচনে বিএনপির অংশগ্রহণ ইতিবাচক

নোয়াখালী: সদ্য সমাপ্ত (৩০ ডিসেম্বর) পৌরসভা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্থানীয় সরকার পর্যায়ের পৌর নির্বাচনে বিএনপির অংশগ্রহণ ইতিবাচক।

এ ধারা অব্যাহত রাখলে আগামী জাতীয় নির্বাচনেও দলটি অংশ নেবে।

দলীয় প্রতীকের এ নির্বাচন শতভাগ ত্রুটিমুক্ত না হলেও এটি ছিল নতুন অভিজ্ঞতা বলেও মন্তব্য করেন মন্ত্রী।

শুক্রবার (১ জানুয়ারি) বিকেল ৩টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বিএনপি পৌর নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত থেকে শুভবুদ্ধির পরিচয় দিয়েছে। তবে নির্বাচনে যে কেউই পরাজিত হলে ফলাফল প্রত্যাখান করে। এটাও রাজনীতির একটা ট্র্যাডিশন।

মতবিনিময়কালে অনেকের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, বসুরহাটের নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা, কবিরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র জহিরুল হক রায়হান, চৌমুহনীর নবনির্বাচিত মেয়র আক্তার হোসেন ফয়সল এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।