ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ সভাপতি বহিষ্কার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, অক্টোবর ৬, ২০১৬
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ সভাপতি বহিষ্কার

কুমিল্লা: দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ সভাপতি এম আই খলিলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা উত্তর জেলা বিএনপি নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (০৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) আনোয়ারুল আজিম, উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো বহিষ্কারের চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ সভাপতি খলিলকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।