ঢাকা: অধিকার আদায়ের প্রশ্নে কোনো আপোস (কম্প্রোমাইজ) করা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রয়োজনে জীবনের শেষ রক্ত বিন্দু দেবো।
সোমবার (৩১ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গণসাংস্কৃতিক দল আয়োজিত রাজনীতিবিদ অলি আহাদের চতুর্থ মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, সরকার গণতান্ত্রিক সব সম্ভাবনা বিনষ্ট করেছে। তাদের রাজনীতি জাতিকে নিঃস্ব করে দিচ্ছে। কোনো রকম জবাবদিহিতা ছাড়া মানুষ হত্যা চলছে। যা থেকে বেরিয়ে আসতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন, ভাষা সৈনিক রওশন আরা জামিল, আব্দুল গফুর, বিএনপির চেয়ারপারসসের উপদেষ্টা পরিষদ সদস্য নাজমুল হক নান্নু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউসুফ হায়দার, ছড়াকার আবু সালেহ, অলি আহাদের কন্যা ব্যরিস্টার রুমিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসএ/আরআইএস/আইএ