ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অস্ত্র প্রদর্শন করা ২ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
অস্ত্র প্রদর্শন করা ২ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

ঢাকা: গত ২৭ অক্টোবর গুলিস্তানে হকার উচ্ছেদ অভিযানে সংঘর্ষের সময় অস্ত্র প্রদর্শন করা দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে শাহবাগ থানা পুলিশ।

মঙ্গলবার (০১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।

তিনি বলেন, গত ২৭ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পুলিশের সহায়তায় হকার উচ্ছেদ অভিযানে গেলে দুইজন অস্ত্রধারী এতে বাধা সৃষ্টি করে। আমরা তাদের পরিচয় জানতে পেরেছি। আসিকুর রহমান ও সাব্বির রহমান নামের ওই দুইজনের বিরুদ্ধে সোমবার (৩১ অক্টোবর) রাতে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেন। মামলা নম্বর-৪০।

আব্দুল বাতেন বলেন, ডিবি পূর্ব বিভাগ আসামিদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা যে পরিচয়েরই হোক না কেন গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আশা করছি খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা সম্ভব হবে।

বাংলদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬/আপডেট: ১৪০২
পিএম/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।