বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর টাউন হল অডিটোরিয়ামে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, জন্ডিস হলে মানুষ চোখে হলুদ দেখে।
বিএনপি-জামায়াতের আন্দোলনে সাড়া দিয়ে বাংলার মানুষ আর মাঠে নামবে না। যারা আন্দোলনের নামে ধ্বংস করেন তারা সাবধান হয়ে যান, তাদের বিচারও বাংলার মাটিতে হবে।
কাস্টমস অব কমিশনার মাহবুবুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ স্থল বন্দরের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ফিরোজ শাহ আলম, কুমিল্লা কর অঞ্চলের কমিশনার ড. সামস উদ্দিন আহমেদ, কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, কুমিল্লা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান, কুমিল্লা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।
সভা শেষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান কুমিল্লার বিজিবির বাজার স্থলবন্দর পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আরবি/আরএ