ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সার্চ কমিটিকে বিএনপির নামের তালিক‍া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
সার্চ কমিটিকে বিএনপির নামের তালিক‍া নামের তালিক‍া নিয়ে সচিবালয়ে রুহুল কবির রিজভী

ঢাকা: নির্বাচন কমিশন গঠন নিয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সার্চ কমিটিকে নামের তালিকা জমা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা ১২টা ৪০ মিনিটে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদের কাছে তালিকা জমা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার।

যদি বিএনপি চেয়রাপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেছিলেন, বেলা ১১টার মধ্যে বিএনপি তাদের নামের তালিকা জমা দেবে।

 

বেলা সাড়ে ১২টায় রুহুল কবির রিজভী ২টি খাম নিয়ে সচিবালয়ে আসেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, হাই কমান্ড আমার কাছে মুখবন্ধ খাম দিয়েছেন। তাই এর ভেতরে কি আছে আমি জানিনা।

রিজভি বলেন, শুধু এটুকু বলতে পারি বিএনপি নতুন নির্বাচন কমিশন গঠনের যে ১৩ দফা দাবি করেছিল, নামগুলোতে তার প্রতিফলন আছে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
আরএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।