ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইসি গঠনে সার্চ কমিটিতে সাতটি নাম দিয়েছে জাপা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
ইসি গঠনে সার্চ কমিটিতে সাতটি নাম দিয়েছে জাপা ইসি গঠনে সার্চ কমিটিতে সাতটি নাম দিয়েছে জাপা-ছবি: বাংলানিউজ

ঠাকুরগাঁও: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন,  নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সার্চ কমিটির কাছে আমরা সাতটি নাম প্রস্তাব করেছি। আশা করছি, এই সার্চ কমিটির মাধ্যমে আগের চেয়ে ভালো নির্বাচন কশিমন গঠন করা সম্ভব হবে।

এর মাধ্যমে আগামীতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড়ে তার নিজ খামার বাড়ি পরিদর্শন কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় এরশাদ আরো বলেন, আগামীতে আওয়ামী লীগের সঙ্গে নয়, এককভাবে নির্বাচন করা হবে। প্রয়োজনে নতুন জোট করা হবে।

এসময় জেলা ও উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।