ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি নাচতেও জানে না, হাঁটতেও জানে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
‘বিএনপি নাচতেও জানে না, হাঁটতেও জানে না’ বক্তব্য রাখছেন পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন/ছবি-অনিক খান

ময়মনসিংহ: সংসদের বাইরে থাকা রাজনৈতিক দল বিএনপি নাচতেও জানে না, সঠিকভাবে হাঁটতেও জানে না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার অডিটরিয়ামে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

বিমানমন্ত্রী বলেন, নির্বাচনে হেরে যাওয়ার ভয়েই বিএনপি সার্চ কমিটি নিয়ে ষড়যন্ত্র করছে।

একের পর এক অভিযোগ করছে।

উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাধা রোম মোদকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিংস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড কমল সাহা চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. সুজিত বর্মণসহ প্রমুখ।

আগামী নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন গঠিত হচ্ছে জানিয়ে রাশেদ খান মেনন বলেন, রাষ্ট্রপতি তার সাংবিধানিক দায়িত্ব হিসেবে নির্বাচন কমিশন গঠনের জন্য ৩১টি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন।

আর সেই কথার ভিত্তিতেই তিনি অনুসন্ধান কমিটি গঠন করেছেন। যার প্রধান সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিকে কেন্দ্র করে ত্রিশালে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

পরে মন্ত্রী ময়মনসিংহের খাগডহর এলাকায় ‘ময়মনসিংহ ট্যুরিজম ক্লাবের অভিষেক অনুষ্ঠানে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এমএএএম/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।