ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার আগমন উপলক্ষে যশোরে যুবলীগের বিভাগীয় সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
শেখ হাসিনার আগমন উপলক্ষে যশোরে যুবলীগের বিভাগীয় সভা যশোরে যুবলীগের বিভাগীয় প্রতিনিধি সভায় ওমর ফারুক চৌধুরী

যশোর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ ডিসেম্বর যশোর আগমন উপলক্ষে যুবলীগের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

রোববার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী যশোর টাউন হল ময়দানে বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী।


যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন-  আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির,  যশোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু প্রমুখ।  


সভায় যশোরের আট উপজেলা যুবলীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মী ছাড়াও খুলনা বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা শাখার কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী বলেন-  শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার জনগণের ক্ষমতায়নের মাধ্যমে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে। শেখ হাসিনার মতে, উন্নয়ন মানে শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়। উন্নয়নের মূল অর্থ হলো, জাতির শিক্ষার উন্নয়ন, নারীর ক্ষমতায়নের উন্নয়ন, সংস্কৃতির উন্নয়ন, শিল্পের উন্নয়ন, কৃষির উন্নয়ন, মেধা-মননের বিকাশ ও উন্নয়ন তথা সামগ্রিক উন্নয়ন।  

সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোর আগমণ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি এবং লোক সমাগমের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।