ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ছাত্রদল নেতা নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ছাত্রদল নেতা নিহত

সিলেট: সিলেটে ছাত্রদল কর্মীর ছুরিকাঘাতে আবুল হাসনাত শিমু (২৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

শিমু নগরের আরামবাগ এলাকার আব্দুল আজিজের ছেলে। তিনি ১৯ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

 

সোমবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নগরের হাসান কোর্ট পয়েন্ট এলাকায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে তাকে ছুরিকাঘাত করা হয়।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিলে অংশ নেয় শিমু। এ সময় ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে মারামারি শুরু হলে তার বুকে ছুরিকাঘাত করা হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বাংলানিউজকে বলেন, ছাত্রদলের মিছিলে মারামারি চলাকালে নিজ দলের কর্মীর ছুরিকাঘাতে শিমু নিহত হয়। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।