ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

উত্তর সিটিতে আ’লীগ এখনো কাউকে মনোনয়ন দেয়নি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
উত্তর সিটিতে আ’লীগ এখনো কাউকে মনোনয়ন দেয়নি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মন্ডলির বৈঠক/ছবি: বাংলানিউজ

ঢাকা: উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ এখনো কাউকে মনোনয়ন দেয়নি বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মন্ডলির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বিএনপিতে কোনো গণতন্ত্র নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, দুই বছর হলো তাদের (বিএনপি) কাউন্সিল হয়েছে।

কাউন্সিলের পর থেকে এখনো তাদের ওয়ার্কিং কমিটির কোনো মিটিং হয়নি। এটা কি কোনো গণতান্ত্রিক দল। যে দলে আভ্যন্তরীণ গণতন্ত্র নেই, সেই দল আবার ‘দেশে গণতন্ত্র নেই’ কী করে বলে?।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা কিভাবে দেশের গণতন্ত্র দেবে। তাদের দলের এক নেতা ঢাকা উত্তর সিটি করপোরেশনে ছেলেকে প্রার্থী ঘোষণা করে দিল, দলের কোনো সিদ্ধান্ত ছাড়াই।

দলের মনোনয়ন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ এখনো কাউকে মনোনয়ন দেয়নি। দলের মনোনয়ন বোর্ড প্রার্থী মনোনয়ন দেবে। নেত্রী (শেখ হাসিনা) আতিকুল ইসলামকে প্রার্থী করার কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। প্রধানমন্ত্রী আতিকুলকে বলেছেন, ‘তুমি নির্বাচন করতে চাইলে জনগণের কাছে যাও’। মনোনয়ন দেবে দলের মনোনয়ন বোর্ড।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এসকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।