ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মানসিক ভারসাম্য থাকলে খালেদা এমন মন্তব্য করতেন না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
মানসিক ভারসাম্য থাকলে খালেদা এমন মন্তব্য করতেন না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাদারীপুর: জোড়াতালি দিয়ে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে, খালেদা জিয়ার এমন মন্তব্যে এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ৪৪টি পিলারের উপর একটি সেতু নির্মিত হচ্ছে। দীর্ঘ একটি সেতু জোড়া দেওয়া ছাড়া কী সম্ভব? ওনার (খালেদা জিয়া) কি এতটুকুও সাধারণ জ্ঞান নেই? মানসিক ভারসাম্য থাকলে তিনি এমন মন্তব্য করতেন না।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে মাদারীপুর জেলার শিবচরে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়াম উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, পদ্মা সেতুর ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে আশা করছি।

শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নুর-ই-আলম চৌধুরী, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।