ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইসলাম জঙ্গিবাদের নয়, শান্তির ধর্ম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
ইসলাম জঙ্গিবাদের নয়, শান্তির ধর্ম জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ

নারায়ণগঞ্জ: ইসলাম জঙ্গিবাদের ধর্ম নয়, শান্তির ধর্ম উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আমরা দ্বীনের শিক্ষা গ্রহণ করেছি, শান্তির পথে রয়েছি। যদি ইসলাম ধর্মের শিক্ষাকে পুরোপুরি কাজে লাগাই, তাহলে আমাদের দেশটা এবং সমাজটাকে সুন্দর করতে পারবো।

শুক্রবার (২৬ জানুয়ারি) জুমার নামাজের পর বন্দরে কুতুববাগ দরবার শরীফের ওরস ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জাতীয় পার্টির সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব হোসেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানু প্রমুখ।



ওরসের দোয়া পরিচালনা করেন কুতুববাগ দরবার শরীফের পীর জাকির শাহ।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।