ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফেনীর ৩ আসন শেখ হাসিনাকে উপহার দিতে চান নিজাম হাজারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
ফেনীর ৩ আসন শেখ হাসিনাকে উপহার দিতে চান নিজাম হাজারী বক্তৃতা করছেন নিজাম উদ্দীন হাজারী। ছবি: বাংলানিউজ

ফেনী: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে উপহার দিতে চান দলের জেলা শাখার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। 

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী শহরের জহির রায়হান মিলনায়তন মাঠে জেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে বক্তৃতাকালে তিনি এ আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।  

ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারী বলেন, একসময় ফেনীকে বিএনপির ঘাঁটি বলা হতো, এখন আর সে অবস্থা নেই।

বিএনপির নাম নেওয়ার মতো কোনো নেতা-কর্মীকে এখন আর দেখা যায় না। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি ফেনী হলেও এ জেলার মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। যার প্রমাণ জেলার সবক’টি উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন। এসব নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও ফেনীর মানুষ নৌকায়ই ভোট দেবে।  

জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ব্যক্তি নয়, নৌকার জন্য আমি কাজ করবো। যাকে প্রধানমন্ত্রী মনোনয়ন দেবেন, তার জন্যই নেতা-কর্মীকে নিয়ে কাজ করবো। ফেনী জেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থেকে জনগণকে সঙ্গে নিয়ে নৌকার বিজয় আনবে। ফেনীর তিন আসনই প্রধানমন্ত্রীকে আগামী নির্বাচনে উপহার দিতে চাই।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকমের সভাপতিত্বে সমাবশে প্রধান অতিথি ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এবং যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ।  

সমাবেশে আরও বক্তব্য রাখেন ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আক্রামুজ্জামান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন, কেন্দ্রীয় যুবলীগ নেতা আবুল বাশার, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল মজুমদার, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম, সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলামসহ জেলা আওয়ামী লীগের নেতারা।  

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এসএইচডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।