ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যশোরে দু’দিনে বিএনপি-জামায়াতের ১৭৮ জন আটকের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
যশোরে দু’দিনে বিএনপি-জামায়াতের ১৭৮ জন আটকের দাবি

যশোর: যশোরে গত দুইদিনে বিএনপি-জামায়াতের ১৭৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি স্বজনদের। এরমধ্যে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাত থেকে শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত জেলার আট উপজেলার নয় থানায় ১২৫ জনকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে যশোর জেলা পুলিশের কন্ট্রোলরুম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর কোতোয়ালি মডেল থানায় ২৪ জন, কেশবপুরে ১৪ জন, শার্শায় ১৭ জন, বেনাপোল পোর্ট ১৬ জন, ঝিকরগাছা ১৬ জন, চৌগাছা ২ জন, মণিরামপুরে ১৫ জন, অভয়নগরে ৯ জন এবং বাঘারপাড়া থানায় ১২ জনসহ মোট ১২৫ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে বিএনপির ৮০ ও জামায়াতের ১০ নেতাকর্মী রয়েছে।

এছাড়াও, গত ৩১ জানুয়ারি (বুধবার) রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে ৫৩ জনকে আটক করা হয়। তবে ওই রাতেই জেলা বিএনপির নীতিনির্ধারক সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের দুই ছেলে সুমিত ও অমিত ঢাকায় আটক হয়।

এসব ঘটনায় বৃহস্পতিবার জেলার নয়টি থানায় নাশকতার পরিকল্পনার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে ১৪টি মামলা দায়ের করে। এসব মামলায় কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি-জামায়াতের ৩৮১ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।

এদিকে ঢাকায় কেন্দ্রীয় নেতাদের আটকের পাশাপাশি হঠাৎ করে জেলাব্যাপী নেতাকর্মীদের ধরপাকড় শুরু হওয়ায় গ্রেফতার আতঙ্কে ভুগছে নেতাকর্মীরা। এমনকি গ্রেফতার এড়াতে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকাসহ বিভিন্ন এলাকায় অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
ইউজি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।