ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভোলাহাটে গান পাউডারসহ শিবির নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
ভোলাহাটে গান পাউডারসহ শিবির নেতা গ্রেফতার গ্রেফতার শিবির নেতা ওয়াদুদ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গান পাউডারসহ আব্দুল ওয়াদুদ (২৭) নামে এক শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার চামামুশরীভূজা গ্রামে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ওয়াদুদ ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

তিনি দলদলী ইউনিয়ন শিবির শাখার উপ কমিটির সভাপতি।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাসির উদ্দিন বাংলানিউজকে বলেন, ভোর ৬টায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গান পাউডার, জিহাদি বই, লিফলেট ও টাকা সংগ্রহের রশিদ বই উদ্ধার করে পুলিশ। পরে দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।

তিনি আরো বলেন, তার বিরুদ্ধে ভোলাহাট ও শিবগঞ্জ থানায় বিস্ফোরক, দ্রুত বিচার, সরকারি কাজে বাধাসহ চারটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।