ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার রায়ের দিন মাঠে থাকবে আ’লীগ

শামীম খান, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
খালেদার রায়ের দিন মাঠে থাকবে আ’লীগ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি)। এদিন আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলের বিভিন্ন পর্যায়ের কার্যালয়, পাড়া-মহল্লা ও রাস্তার মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে থাকবে। 

রায়কে কেন্দ্র করে যাতে বিএনপি ও দলটির নেতৃত্বাধীন জোট বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে আওয়ামী লীগ কর্মীরাও মাঠে থাকবে।  

যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে দলের সব পর্যায়ে এমন নির্দেশনাই দেওয়া হয়েছে।

তবে আগ বাড়িয়ে কোনো উস্কানি বা সাংঘর্ষিক পরিস্থিতি যাতে তৈরি না হয় সে ব্যাপারেও দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।  

দলের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের এরই মধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা দেখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায় সেজন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। তারা দলের মহানগর, থানা ও ওয়ার্ড কার্যালয়ে এবং মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, রাস্তার মোড় ও পাড়া-মহল্লায় সকাল থেকেই সতর্ক অবস্থান নেবে।  

আওয়ামী লীগের নেতারা বলছেন, দলের কোনো কর্মসূচি নেই। কিন্তু বিএনপির দিক থেকে বিভিন্ন উস্কানি দেওয়া হচ্ছে। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতেই এ সতর্ক অবস্থানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

এ ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বাংলানিউজকে বলেন, খালেদা জিয়ার মামলার রায় আওয়ামী লীগের কোনো ব্যাপার না। রায়কে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে সেটা আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। তবে যেহেতু বিএনপি আগে থেকেই নানা উস্কানি দিচ্ছে, তাই আমাদের দলের নেতাকর্মীরা সতর্ক থাকবে। কেউ কোনো নাশকতার চেষ্টা করলে জনগণের জানমাল রক্ষার জন্য তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে।  

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বাংলানিউজকে বলেন, আমাদের দলের নেতাকর্মীরা সকাল থেকেই দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে সতর্ক থাকবে। কোথাও কোনো নৈরাজ্য দেখলে নেতাকর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবে। দলের কেন্দ্র থেকে আমাদের এ ধরনের নির্দেশনাই দেওয়া হয়েছে।  

এদিকে, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে আরও জানা গেছে, অতীতে বিএনপি-জামায়াত ও তাদের শরিক দলগুলো দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। রায়কে কেন্দ্র করে তারা পাড়া-মহল্লায় অতর্কিত হামলা চালতে পারে। এ বিষয়টি আওয়ামী লীগের মাথায় রয়েছে। এ ধরনের কোনো পরিস্থিতি যাতে তারা তৈরি করতে না পারে সেজন্যই সতর্ক থাকবে আওয়ামী লীগ।

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এবং ঢাকা-১১ আসনের সংসদ সদস্য একেএম রহমতউল্লাহ বাংলানিউজকে বলেন, খালেদা জিয়ার রায়ের দিন আমাদের দলীয় কোনো কর্মসূচি নেই। তবে দলের নির্দেশ অনুযায়ী, সব পর্যায়ের নেতাকর্মী সতর্ক থাকবে।  

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান বাংলানিউজকে বলেন, মহানগরের ওয়ার্ড পর্যন্ত সব ইউনিট সতর্ক অবস্থানে থাকবে। আমাদের কোনো কর্মসূচি নেই। কিন্তু দলীয় কার্যালয় ও রাস্তায় নেতাকর্মীরা দৃশ্যমানই থাকবে, সতর্ক অবস্থানে থাকবে।  
কোনো বিশৃঙ্খলা, নাশকতার চেষ্টা হলে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবে।
 
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বাংলানিউজকে বলেন, সংগঠনের সব নেতাকর্মী বিশ্ববিদ্যালয়, কলেজসহ নিজ নিজ ইউনিটে অবস্থান করবে, সতর্ক থাকবে। এ রায়কে কেন্দ্র করে কেউ যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চায়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা হবে।  

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮ 
এসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।