ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আদালত এলাকায় কড়া নিরাপত্তা 

মবিনুল ইসলাম, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
আদালত এলাকায় কড়া নিরাপত্তা  আদালত এলাকায় কড়া নিরাপত্তা। ফাইল ছবি

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে ঘিরে কয়েকস্তরের নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার বিশেষ আদালত ও এর আশপাশের এলাকা। 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে এজলাসে সাংবাদিক, আইনজীবীসহ কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না।

বিপুল সংখ্যক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশ, গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকায় নিরাপত্তা বেষ্টনী সৃষ্টি করে রেখেছে।

মাঠে রয়েছে বিপুল সংখ্যক নারী পুলিশ। এছাড়া সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে।  

সংশ্লিষ্টদের তল্লাশি চৌকি পার হয়ে এজলাসে ঢুকতে হচ্ছে। বসানো হয়েছে আর্চওয়ে।

এরই মধ্যে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান, মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার জিয়াউর রহমান আদালতে পৌঁছেছেন।

রাষ্ট্রপক্ষে আইনজীবী অ্যাডভোকেট কবির হোসেন, তাপস কুমার পাল, রুহুল আমিন আদালতে উপস্থিত হয়েছেন। স্বল্প সংখ্যক মিডিয়া কর্মীকে আদালতে প্রবেশ করতে দেয়া হয়েছে।

চানখার পুলসহ আদালত থেকে প্রায় এক কিলোমিটার আগে থেকে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।  

ঢাকা সিএমএম কোর্টের ডিসি (প্রসিকিউসন) মো. আনিসুর রহমান, রায়কে ঘিরে যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।