ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এরশাদ বাদে শপথ নিলেন জাপার অন্য এমপিরা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
এরশাদ বাদে শপথ নিলেন জাপার অন্য এমপিরা শপথ নিচ্ছেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা/ফাইল ফটো

সংসদ ভবন থেকে: দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বাদে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত অন্য সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটের সংসদ ভবনের শপথকক্ষে তারা শপথগ্রহণ করেন।
 
শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।


 
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙা, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, ফখরুল ইমামসহ দলটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
 
জাতীয় পার্টির চেয়ারম্যান এখনো শপথ নেননি। তিনি বিকেলে শপথ নিতে পারেন।
 
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭, জাতীয় পার্টি ২২ আসনে জয় লাভ করেছে। অন্যদিকে বিরোধীজোট বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট ৭টি আসনে জয় পেয়েছে।
 
এর আগে বেলা ১১টায় আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।
 
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
এসকে/এসএম/এমইউএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।