ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বাগেরহাটে আ’লীগ নেতার ওপর সন্ত্রাসীদের হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
বাগেরহাটে আ’লীগ নেতার ওপর সন্ত্রাসীদের হামলা আহত জহিরুল ইসলাম মিঠু

বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জহিরুল ইসলাম মিঠু। 

শুক্রবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে বেমরতা ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

 

আহত জহিরুল ইসলাম মিঠুকে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন আহত জহিরুল ইসলাম মিঠু। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মডেল থানা পুলিশ।

আহত জহিরুল ইসলাম মিঠু বলেন, সকালে বাগেরহাট শহরের বাসা থেকে নিজের ডেইরি ফার্মে যাওয়ার সময় মাদ্রাসা বাজার এলাকায় রফিকের দোকানের সামনে পৌঁছালে কিছু বুঝে ওঠার আগেই ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহার শিকদার, দুলাল শেখ, ইলয়াস শেখসহ কয়েকজন আমার ওপর হামলা চালায়। পরে আমার চিৎকারে বাজারের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। আমার মুখমণ্ডলে চারটি সেলাই দেয়া হয়েছে।

রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তার ওপর এ হামলা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।