ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মিরসরাইয়ে ভাস্কর্য বিরোধীদের প্রতিহতের ঘোষণা ছাত্রলীগের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
মিরসরাইয়ে ভাস্কর্য বিরোধীদের প্রতিহতের ঘোষণা ছাত্রলীগের

ফেনী: বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের প্রতিহতের ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা।

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ধৃষ্টতামূলক বক্তব্যের প্রতিবাদে শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে মৌলবাদীদের বিরুদ্ধে মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেন উপজেলা ছাত্রলীগ নেতারা।

তারা বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে চলমান সব ষড়যন্ত্র রুখে দেবে ছাত্রলীগ। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ নামক রাষ্ট্র হতো না। বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন হবে। কেউ তাতে বাঁধা দিলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। ’

বিক্ষোভ মিছিলটি ছাত্রলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।  

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহ্বায়ক একরামুল হক সোহেল, আজাদ রুবেল, জাফর ইকবাল নাহিদ, আরিফুর রহমান, মিথুন শর্মা, বারইয়ারহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি ফারুকুল ইসলাম, সাহেরখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিটু, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ান।

এসময় উপজেলা ছাত্রলীগের সদস্য রিফাত হোসেন সাদ্দামসহ ছাত্রলীগের সাবেক নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন ও কলেজ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।