ঢাকা: বেগম রোকেয়া ধর্মান্ধতা ও ধর্মীয় কুসংস্কারের অচলায়তন ভেঙে বাংলার নারীমুক্তির লক্ষ্যে নারী জাগরণের পথ রচনা করে গেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক ( দল) জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য শিরীন আখতার।
বুধবার ( ৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ কার্যালয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সমবেত নেতা-কর্মীদের উদ্দেশ্যে শিরীন আখতার বলেন, বেগম রোকেয়া ধর্মান্ধতা ও ধর্মীয় কুসংস্কারের অচলায়তন ভেঙে বাংলার নারীদের মুক্তির লক্ষ্যে নারী জাগরণের পথ রচনা করেছেন।
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে রাজনৈতিক মোল্লা, ধর্ম ব্যবসায়ী, ফতোয়াবাজরা এখনও নারীকে মানুষ হিসেবে মর্যাদা প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করে চলেছে। এদের রুখে দাঁড়াতে হবে। ’
জাসদ সাধারণ সম্পাদক বেগম রোকেয়ার শিক্ষাকে ধারণ করে নারীদের মানুষ হিসেবে প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নেওয়ার জন্য বর্তমান প্রজন্মের কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের প্রতি আহ্বান জানান।
এসময় আরও বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি ও জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, উম্মে হাসান ঝলমল, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
আরকেআর/এএ