ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বাগেরহাট পৌর নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন খান হাবিবুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
বাগেরহাট পৌর নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন খান হাবিবুর

বাগেরহাট: চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে বাগেরহাট পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান।

বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তার মনোনয়ন চূড়ান্ত করা হয়।

বুধবার রাত সাড়ে ৯টায় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূইয়া হেমায়েত উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে খান হাবিবুর রহমানের মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত হবার পর বাগেরহাট শহরে মেয়রের সমর্থক ও দলীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ ও মিছিল করেছেন।

খান হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। এর আগেও খান হাবিবুর রহমান তিনবার বাগেরহাট পৌরসভার মেয়র এবং তিনবার কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়:  ০৩২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।