ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে বিএনপির প্রতিবাদ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
বরিশালে বিএনপির প্রতিবাদ সমাবেশ বরিশালে বিএনপির প্রতিবাদ সমাবেশ

বরিশাল: সরকার জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব কাগজ থেকে মুছে ফেললেও মানুষের মন থেকে মুছে ফেলতে পারবে না। বরিশালে বিএনপির প্রতিবাদ সমাবেশে নেতারা এ কথা বলেন।

 

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরের সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব কেড়ে নেওয়ার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি।  

সমাবেশে বক্তারা বলেন, জিয়া বীর উত্তম খেতাব কারো অনুকম্পা বা দয়ায় পাননি। তার কর্মকাণ্ডের ফলশ্রুতি স্বরূপ তাকে এই খেতাব দেওয়া হয়েছিলো। কিন্তু বর্তমান সরকার ইর্ষান্বিত হয়ে জিয়ার ওপর অবিচার করছে। দেশের মানুষ বর্তমান সরকারের এ ধরনের বেআইনী কর্মকাণ্ড মানবেন না।  

বক্তারা আরও বলেন, সরকার বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। ভোটের নামে প্রহসন করছে।  

সমাবেশে বক্তৃতা করেন, মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবর হোসেন, মহানগর যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান শামীম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।