ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘ধানের শীষে ভোট দিলে এলাকা ছেড়ে চলে যান’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
‘ধানের শীষে ভোট দিলে এলাকা ছেড়ে চলে যান’

ঠাকুরগাঁও: ধানের শীষে ভোট দিলে এলাকা থেকে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।  

তিনি বলেন, বিএনপির সঙ্গে পিরিত থাকলে ভোট কেন্দ্রে না গিয়ে ঠাকুরগাঁও ছেড়ে চলে যান।

 

রোববার (১৪ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন উপলক্ষে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) প্রচারণায় এসে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে শহরের এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদা আরও বলেন, বিএনপির সঙ্গে যাদের কিছু কিছু প্রেমপ্রীতি আছে তাদের মুখ দেখতে চাই না। তাদের ভোটকেন্দ্রে আসার কোনো প্রয়োজন নেই।

তিনি বলেন, ভোটকেন্দ্রে যাবে শুধু স্বাধীনতার মার্কা, শেখ মুজিবের মার্কা, শেখ হাসিনার মার্কা ও প্রিয় নেতাদের মার্কা নৌকা মার্কার প্রার্থীরা।

তার এমন মন্তব্যের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তার ভিডিওটি ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের ওয়ালে পোস্ট করে বিভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।