ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি নোমান, সা. সম্পাদক প্লাবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, আগস্ট ১, ২০২১
পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি নোমান, সা. সম্পাদক প্লাবন সভাপতি মো. নোমান হাসান ও সা. সম্পাদক সাদমান সাদিক পাটোয়ারী প্লাবন

পঞ্চগড়: আগামী এক বছরের জন্য পঞ্চগড় জেলা ছাত্রলীগের নতুন আংশিক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ। নতুন কমিটিতে আবু মো. নোমান হাসানকে সভাপতি এবং সাদমান সাদিক পাটোয়ারী প্লাবনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

রোববার (১ আগষ্ট) সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়ার বিষয়টি জানানো হয়।

নতুন এই কমিটিতে ১০ জন সহ-সভাপতি, সাতজন যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাতজন সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। এছাড়া একজন কেন্দ্রীয় কমিটির সদস্যপদ পেয়েছেন।

গত ১৬ জুলাই পঞ্চগড় জেলা ছাত্রলীগের আগের কমিটি বিলুপ্ত হয়। পুরোনো কমিটিতে আকতারুজ্জামান আকতার সভাপতি এবং মারুফ রায়হান সাধারণ সম্পাদক ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।