ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

করোনা বিষয়ক কমিটির পদত্যাগ চাইলেন ইকবাল হাসান টুকু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ১, ২০২১
করোনা বিষয়ক কমিটির পদত্যাগ চাইলেন ইকবাল হাসান টুকু

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের করোনা পর্যবেক্ষণ সেলের প্রধান ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘দেশে সরকার নেই। উচ্চ পর্যায়ে কমিটি মিটিং করে গার্মেন্টস খুলে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে।

সেই পর্যায়ে সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়ালরা আছেন। তাদের মাথায় এটুকু ঢুকলো না যে, আমরা যে খুলে দিচ্ছি এ লোকগুলো কীভাবে আসবে? তাদের এখনই পদত্যাগ করা উচিত । ’ 

রোববার (১ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির উদ্যোগে সারাদেশে দলের হেল্প সেন্টারে ওষুধসামগ্রী পাঠানো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ‘তারা (সরকার) যেভাবে এ ধরনের অতিমহামারিকে হেন্ডেল করছেন তাদের আর এক মিনিটও ক্ষমতায় থাকার অধিকার নেই। যারা মানুষের জানমাল রক্ষা করে না, তারা সরকার চালাতে পারে না। এ  উদাসিনতার কারণ মানুষ নিয়ে তারা তো ইন্টারেস্টেড না। তারা ভোট করে ক্ষমতায় আসবে না। ভবিষ্যতে আসবে যে তারও কোনো চিহ্ন নেই। সেজন্য জনগণ ইজ নট ফ্যাক্টর। আমি মনে করি এ উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি যে মিটিং করলো তাদের এখনই পদত্যাগ করা উচিত। ’

তিনি বলেন, ‘আমি তো মনে করি, প্রধানমন্ত্রীর সুবুদ্ধির উদয় হোক। ক্ষমতা হস্তান্তর করুক, ক্ষমতা হস্তান্তর করে দেশের মানুষকে সেবার পথ সুগম করে দিক। ’

দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে নরসিংদীর সভাপতি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মানিগঞ্জের সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ ও নারায়ণগঞ্জের সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপুর হাতে ওষুধসামগ্রী তুলে দেন বিএনপির মহাসচিব।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমরা প্রতিদিন সারাদেশে স্থাপিত দলের হেল্প সেন্টার থেকে মানুষের কী আহজারি তার খবর পাচ্ছি। হসপিটালে ভর্তি হতে পারে না আমাদের কাছে আসে। আমরা তো হসপিটাল না, আমরা হেল্প সেন্টার। প্রতিদিন শত শত লোক আসছে যে, আমাদের এখানে রাখেন। ’

তিনি বলেন, ‘জেলা হসপিটালগুলোতে অক্সিজেন নেই। প্রতিটি জেলা সদরে কী পরিমাণে অক্সিজেনের অভাব চলছে আপনারা যদি খোঁজ নেন পাবেন। তাই আমরা জনগণের দল হিসেবে যার যা আছে তা নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি। আপনারা শুনে অবাক হবেন যে, এ প্রথম আমরা কেন্দ্র থেকে ওষুধ দিচ্ছি। এতদিন আমাদের দলে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা তাদের নিজেদের পয়সা দিয়ে মানুষকে সেবা করেছে। ’

এ অনুষ্ঠানে দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ডক্টরস অ্যাসোসিয়েশনের (ড্যাব) সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, আগস্ট ০১, ২০২১
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।