ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রদল নেতা হলেন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ১, ২০২১
ছাত্রদল নেতা হলেন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক!

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে উপজেলা ছাত্রদলের নেতা প্রতীক হাসানাতকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। আর এ নিয়ে আওয়ামী লীগ-বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের মধ্যে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

 

সংগঠন সূত্রে জানা যায়, শনিবার (৩১ জুলাই) রাতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত একটি কমিটি ঘোষণা করা হয়। এতে তুহিন হালদার তিমিরকে সভাপতি, মো. আল-আমিন খানকে সাধারণ সম্পাদক এবং মো. জাকারিয়া হাওলাদার,  রিজভী খান, প্রতীক হাসানাত খান এ ৩ জনকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। আর ওই কমিটির কনিষ্ঠ সাংগঠিক সম্পাদক হিসেবে নাম থাকা প্রতীক হাসানাত খান সদ্য বিলুপ্ত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১৯ নম্বর সদস্য।  

উপজেলা ছাত্রদলের একাধিক সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৪ আগস্ট জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম সাঈদ ও জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু স্বাক্ষরিত এসএম মাজেদুল কবীর রাসেলকে আহ্বায়ক ও এসএম হাফিজুর রহমান লায়েককে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে প্রতীক হাসানাত ছিলেন ১৯ নম্বর সদস্য।

উপজেলা ছাত্রদলের ওই কমিটির সদস্য সচিব মো. হাফিজুর রহমান লায়েক জানান, প্রতীক হাসানাত ছাত্রদলের প্রাথমিক সদস্য ফর্ম পূরণ করে পদ পেয়েছিলেন। তবে তার ওই পদের জন্য জেলাকে সুপারিশ করতে সংগঠনের একটি মহলের চাপ ছিল।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু হাসান খান জানান, একটি সুবিধাবাদী মহল সবসময়ই সুবিধা নিতে দল বদলায়। সরকারি দল করা সহজ কিন্তু সরকারের বাহিরে থেকে দল করতে হিম্বত বা সাহস লাগে।
 
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন খান জানান, প্রতীক হাসানাত কিভাবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছে তা আমার জানা নাই। তবে তাকে সব সময় আওয়ামী লীগের সংগঠন বিরোধী লোক হিসেবে চিনি।

এ ব্যাপারে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন ঘোষিত কমিটির সভাপতি তুহিন হালদার তিমির জানান, প্রতীক হাসানাতের নাম কিভাবে সাংগঠনিক সম্পাদক হিসেবে এসেছে তা আমার জানা নাই।
 
এ ব্যাপারে জানতে প্রতীক হাসানাত সাংবাদিকদের জানান, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে একটি মহল তার বিরুদ্ধে এমন প্রচারণা করাচ্ছে। তিনি কখনো ছাত্রদল করেননি। তিনি ছাত্রদলের পদে ছিলেন তা তিনি জানতেন না।  

উল্লেখ্য, প্রতীক হাসানাত উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসানাত খান পেয়ারা’র ছেলে ও উপজেলা বিএনপির বর্তমান সভাপতি মো. নজরুল ইসলাম খানের ভাইপো। তিনি ‘রিক’ নামে এক বেসরকারি সংস্থা (এনজিও) এর ঢাকার প্রধান কার্যালয়ের কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।  

জানা যায়, ওই কমিটিতে নজরুল ইসলাম নবীন, এসএম কাইয়ুমুজ্জামান,   মুন্সি মো. ফারুক হোসেন, মীর মিজানুর রহমান লিটন, ওবায়দুল্লাল দিপু, সঞ্জয় দাস, প্রানকৃষ্ণ বিশ্বাসসহ ৭ জনকে সহ-সভাপতি, মো. শহিদুল ইসলাম পান্না, আমিনুল ইসলাম মুন্না এ ২ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, মো. জাকারিয়া হাওলাদার, রিজভী খান, প্রতীক হাসানাত খান এ ৩ জনকে সাংগঠনিক সম্পাদক. মো মনিরুজ্জামানকে প্রচার সম্পাদক, চমন খানকে দপ্তর সম্পাদক করে ১৮ জনকে বিভিন্ন পদের সম্পাদক, ৬ জনকে উপ-সম্পাদক এবং ৩০ জনকে কার্যনির্বাহী কমিটির সদস্য করে ৬৮ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।