ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে বিএনপি নেতা এমরান গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
সিলেটে বিএনপি নেতা এমরান গ্রেফতার অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী

সিলেট: সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলার আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বিএনপি নেতা মাওলানা রশিদ আহমেদের জানাজা শেষ করে ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, এমরান চৌধুরীর বিরুদ্ধে সিলেট কোতোয়ালী মডেল থানার একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এনইউ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।