ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি বহিষ্কার

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতির পদ হারিয়েছেন এ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জুমান তালুকদার।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে তাকে বহিষ্কার করা হয়।

এর আগে জামালপুর জেলা ছাত্রলীগ বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের পদ থেকে সাময়িক বহিষ্কার করে সাতদিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল তাকে।  

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাহিদুল ইসলাম জুমান তালুকদার কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে তার চাচা তুহিন তালুকদারের পক্ষে নির্বাচনে গণসংযোগসহ প্রচার কাজে অংশ নিচ্ছেন। এতে আওয়ামী লীগ বিব্রত হচ্ছে। দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই জুমান তালুকদারকে বহিষ্কার করা হয়।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।