ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

যুবদলের ঢাকা উত্তরের থানা-ওয়ার্ড কমিটি বিলুপ্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
যুবদলের ঢাকা উত্তরের থানা-ওয়ার্ড কমিটি বিলুপ্ত

ঢাকা: জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সব থানা, ওয়ার্ড ও ইউনিট কমিটি বিলুপ্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সংগঠনের আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন ও সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনকে অধিক গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে গঠন প্রক্রিয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের অন্তর্গত সব থানা, ওয়ার্ড ও ইউনিট কমিটি বিলুপ্ত করা হলো।

এর আগে গত ২১ আগস্ট ঢাকা মহানগর উত্তর যুবদলের পুরোনো কমিটি বিলুপ্ত করে শফিকুল ইসলাম মিল্টনকে আহ্বায়ক ও মোস্তফা জগলুল পাশা পাপেলকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এমএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।