ঢাকা, বুধবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

আশুলিয়ায় যুবদলের সাবেক নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, এপ্রিল ১৯, ২০২২
আশুলিয়ায় যুবদলের সাবেক নেতা গ্রেফতার আব্দুল হাই

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি আব্দুল হাইকে (৪৯) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে আশুলিয়া থানা থেকে সাতদিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়।

 

এর আগে সোমবার (১৮ এপ্রলি) রাতে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার আব্দুল হাই আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল বাইনটেকী এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, ইউপি নির্বাচনে আওয়ামী মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণার অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের হয়। এই মামলার আসামি হলেন আব্দুল হাই। তিনি মাইক্রোবাসে করে কোথাও যাচ্ছিলেন— এমন গোপন তথ্যের ভিত্তিতে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, আব্দুল হাইকে ইউপি নির্বাচনে অফিসে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাকে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
এসএফ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ