ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

রাজনীতি

বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বরিশাল: সারাদেশে ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেফতার, জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে পাঠানো, পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা ১১টায় বরিশাল নগরের সদররোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে মহানগর বিএনপি।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু, কেএম শহিদুল্লাহ, মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীমসহ অন্যান্যরা।

বক্তারা সারাদেশে দলীয় নেতাকর্মীদের নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলাল আহ্বান জানান।

এর আগে নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল দলীয় কার্যালয় চত্বরে সমাবেশে মিলিত হয়।

বিএনপির বিক্ষোভ সমাবেশ উপলক্ষে সদর রোডসহ আশপাশে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।