ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

রাজনীতি

সিত্রাং মোকাবিলায় প্রস্তুতি নিতে আ.লীগের জরুরি সভা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, অক্টোবর ২৪, ২০২২
সিত্রাং মোকাবিলায় প্রস্তুতি নিতে আ.লীগের জরুরি সভা

ঢাকা: ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এক জরুরি সভা করেছেন।

সোমবার (২৪ অক্টোবর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় দলের কেন্দ্রীয় নেতারা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে এ জরুরি সভা করেন।

সভা থেকে উপকূলবর্তী জেলার নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়।

সভায় ওবায়দুল কাদের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটিকে ত্রাণ তৎপরতা কার্যক্রম গ্রহণ এবং প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ,  মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর অ্যাডভোকেট সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।