ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যেকোনো সময় চূড়ান্ত আন্দোলনের ডাক আসবে: যুবদল সভাপতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
যেকোনো সময় চূড়ান্ত আন্দোলনের ডাক আসবে: যুবদল সভাপতি

ঢাকা: যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যেকোনো সময়ে চূড়ান্ত আন্দোলনের ডাক আসবে। সেই আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতি সবাইকে নিতে হবে।

এবারের লড়াইটা শুধু অস্তিত্ব রক্ষার লড়াই হবে না, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকবে কী থাকবে না, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার থাকবে কী থাকবে না তা নির্ধারণের লড়াই। ডু অর ডাই হিসেবে এবারের আন্দোলনের জন্য যুবদলের প্রত্যেক নেতাকর্মীকে তৈরি থাকতে হবে। যুবদলই হবে আন্দোলনের ফলাফলের নির্ধারক।

সোমবার (২৪ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।  

আগামী ২৭ অক্টোবর এ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি উপলক্ষে দিনভর নানা কর্মসূচি ছাড়াও নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব সমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। একইসঙ্গে সরকারবিরোধী আন্দোলনকে জোরদার করতে ধারাবাহিকভাবে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভাও করছেন কেন্দ্রীয় নেতারা।  

টুকু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রস্তুতি হিসেবে এবারের যুব সমাবেশ হবে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ। এ সমাবেশ থেকেই সারাদেশের যুব সমাজকে পরিবর্তনের বার্তা দেওয়া হবে। দেশকে রক্ষা, দেশের জনগণের আশা-আকাঙ্খা রক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে যুদ্ধ ঘোষণা করেছেন, যে আন্দোলন শুরু করেছেন, তা যুব সমাজকেই এগিয়ে নিতে হবে, চূড়ান্ত রূপ দিতে হবে।

যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, যেকোনো পরিবর্তনে যুব সমাজ প্রধান ভূমিকা পালন করে। এবারের সংগ্রামেও যুবদল নেতৃত্ব দেবে। এখন আর পেছনে ফিরে তাকানোর সময় নেই, থমকে যাওয়ার কারণ নেই, ভয় পাওয়ারও কিছু নেই। সরকারের পায়ের তলা থেকে মাটি সরতে শুরু করেছে। তাদের মসনদে কাপন শুরু হয়েছে। এখন তারেক রহমানের নির্দেশনার অপেক্ষা শুধু। তার একটি ডাকে সবাইকে সর্বোচ্চ উজাড় করে রাজপথে নেমে আসতে হবে। বিজয় আমাদের হবেই।  

মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহীনের সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার এনামুল হক এনামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- যুগ্ম আহ্বায়ক সাইদ হোসেন মিন্টু, এম এ জিন্নাহ, মাহবুবুল হক জ্যামি, এম এ গাফফার, ওমর ফারুক মুন্না, রবিউল ইসলাম নয়ন প্রমুখ।

এসব বক্তারা সংগঠনকে শক্তিশালী করতে দ্রুত সময়ের মধ্যে কেন্দ্রীয় কমিটিকে পূর্ণাঙ্গ করার পাশাপাশি মহানগর যুবদলকেও ঢেলে সাজানোর আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।