ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বিএনপির সমাবেশ

জনসাধারণের চলাচলে থাকছে না আলাদা নির্দেশনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫০, নভেম্বর ২৬, ২০২২
জনসাধারণের চলাচলে থাকছে না আলাদা নির্দেশনা

কুমিল্লা: কুমিল্লায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নগরীর প্রাণকেন্দ্র টাউন হল ও এর আশপাশের এলাকায় সাধারণ জনগণের চলাচলের জন্য থাকছে না আলাদা কোনো নির্দেশনা। অন্যান্য দিনের মতো চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন কুমিল্লার ট্রাফিক পুলিশ পরিদর্শক জিয়াউল হক টিপু।

তিনি জানান, জনগণের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অন্যান্য সময়ের মতো শনিবারেও (২৬ নভেম্বর) সাধারণ জনগণের চলাচলের জন্য আলাদা রাস্তা ব্যবহারের নির্দেশনা নেই।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টাউন হল প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে উঠেছে। ইতোমধ্যে সমাবেশস্থল ভরপুর হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।