ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগ ললিপপ চুষবে না: ওবায়দুল কাদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
আওয়ামী লীগ ললিপপ চুষবে না: ওবায়দুল কাদের

জামালপুর: জামালপুরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে অংশ নিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, বিএনপির সমাবেশে কোনো বাধা দেওয়া হবে না।

কিন্তু, দলটির নেতাকর্মীরা যদি আগুন-লাঠি নিয়ে আসেন, আওয়ামী লীগ ললিপপ চুষবে না।

সোমবার (২৮ নভেম্বর) বিকেলে জেলা স্কুল মাঠে আয়োজিত জামালপুর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির সম্মেলন। বাঁধা দেওয়া হবে না। তবে আগুন-লাঠি নিয়ে এলে আওয়ামী লীগও বসে বসে ললিপপ চুষবে না। খেলা হবে।

এ সময় বিএনপি যেন সুষ্ঠুভাবে তাদের সম্মেলন আয়োজন করতে পারে, সে কারণে ছাত্রলীগের সম্মেলন দুদিন এগিয়ে আনা হয়েছে বলে জানান তিনি।

জামালপুরে ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বাহাউদ্দিন নাছিম, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাবু অসিম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন আডে, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান, আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, সাবেক ভূমিমন্ত্রী আলহাজ রেজাউল করিম হীরা, বেগম হোসনে আরা ও জামালপুর পৌর মেয়র আলহাজ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

ত্রি-বার্ষিকী সম্মেলনে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ফের নির্বাচিত হন অ্যাডভোকেট বাকী বিল্লাহ। সাধারণ সম্পাদক হিসেবে বাবু বিজন কুমার চন্দের নাম ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।