ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

বিদ্যুৎ ও জ্বালানি

১৫ জানুয়ারিও হরতাল!

সেরাজুল ইসলাম সিরাজ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৩
১৫ জানুয়ারিও হরতাল!

ঢাকা: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১৫ জানুয়ারি আরেকটি হরতাল আসছে। এ হরতাল দিতে যাচ্ছে গণতান্ত্রিক বাম মোর্চা।

 

শুক্রবার গণতান্ত্রিক বাম মোর্চার এক শীর্ষ নেতা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বাম গণতান্ত্রিক মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকি বাংলানিউজকে জানান, “এই মুহুর্তে তারিখ বলতে চাচ্ছি না। তবে হরতাল আমরা দিতে যাচ্ছি এটা অনেকটাই নিশ্চিত। ”

তিনি আরো জানান, “অনেক আগেই এই ঘোষণা দিয়েছি জ্বালানি তেলের দাম বাড়লে আমরা হরতাল দিচ্ছি। বাম মোর্চা ছাড়াও অন্যান্য সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করে শিগগিরই হরতালের ঘোষণা দেওয়া হবে। ”

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৩
ইএস/এটি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিদ্যুৎ ও জ্বালানি এর সর্বশেষ