ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

বিদ্যুৎ ও জ্বালানি

পাওয়ার প্লান্ট মেশিন সচল করতে কোরিয়ান দল আসছে ভোলায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৩
পাওয়ার প্লান্ট মেশিন সচল করতে কোরিয়ান দল আসছে ভোলায়

ভোলা: যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়া ভোলার গ্যাস ভিত্তিক পাওয়ার প্লান্ট মেশিন আটদিনেও সচল হয়নি।

বিদ্যুৎ উৎপানকারী প্রতিষ্ঠান ভেঞ্চার এনার্জি লিমিটেডের ৩৪ দশমিক পাঁচ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এ পাওয়ার প্লান্ট মেশিন সচল করতে সোমবার ১০ সদস্যের কোরিয়ান দল ভোলায় আসছে।



মেশিনটি সচল করার জন্য তিনদিন আগে ইন্ডিয়া থেকে একটি বিশেষজ্ঞ দল এলেও কোনো কাজ হয়নি।
 
মেশিনটি দ্রুত উৎপাদনমুখী করে তোলার জন্য সোমবার ১০ সদস্যের একটি বিশষজ্ঞ দল কোরিয়া থেকে ভোলায় আসছে। তারা পুনরায় মেশিনটি ত্রুটিমুক্ত করার কাজ শুরু করবেন।

ভেঞ্চার এনার্জি লিমিটেডের পরিচালক মো. হামিদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মেশিনটিতে বড় ধরনের ফল্ট দেখা দিয়েছে। বিদেশ থেকে অনেকগুলো যন্ত্রাংশ ভোলায় আনতে হবে।

তবে কবে নাগাদ মেশিনটি উৎপাদনমুখী করে তোলা সম্ভব হবে তা বিস্তারিত জানাতে পারেননি তিনি। মেশিনটি উৎপাদনমুখী করতে দ্রুত কাজ চলছে বলে জানান তিনি।

এদিকে, ভোলায় বিদ্যুৎ উৎপাদনের একমাত্র মেশিন বিকল হয়ে পড়ায়  জেলার ছয়টি উপজেলায় বিদ্যুৎ বিপর্যয় চরম আকার ধারণ করেছে। ফলে সেখানকার ছোট ছোট কারখানা ও বরফ তৈরির কারখানার উৎপাদন বিঘ্নিত হচ্ছে। শিক্ষার্থীরাও পড়েছে বিপাকে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৩
সম্পাদনা: এসআই/আরকে [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।