ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

নৈরাজ্য প্রতিরোধে নিউইয়র্কে মহিলা আ’লীগের মানববন্ধন

কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১২
নৈরাজ্য প্রতিরোধে নিউইয়র্কে মহিলা আ’লীগের মানববন্ধন

নিউইয়র্ক : হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি এবং সহায়-সম্পদ ধ্বংসের প্রতিবাদে ২১ এপ্রিল রাতে নিউইয়র্কে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে  মানববন্ধন পালিত হয়। এ সময় একাত্তরের ঘাতকদের বিচার দ্রুত সম্পন্ন এবং যুক্তরাষ্ট্রে পলাতক ঘাতকদের গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে যাবার আহবানও জানানো হয়।



“নতুন প্রজন্মের জন্যে রাজাকারমুক্ত বাংলাদেশ চাই” স্লোগানে উজ্জীবিত হয়ে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস রাস্তায় এ মানববন্ধনে ভিনদেশিদের কৌতুহল সৃষ্টি হয়। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতাজ শাহানা।

আলোচনায় অংশ নেন মহিলা আ’লীগের উপদেষ্টা সেলিনা মোমেন ও নূরুন্নাহার চৌধুরী, সহ-সভানেত্রী সেলিনা আজাদ, আমেনা পারভিন, জাহানারা আক্তার, যুগ্ম সম্পাদিকা রুমানা আকতার, রোকেয়া সুলতানা, নাফিসা নূর সাথী, সাংস্কৃতিক সম্পাদিকা সবিতা দাস, সমাজ সেবা সম্পাদিকা জুই ইসলাম প্রমুখ।

অতিথি বক্তার মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা সাইফুল ইসলাম রহিম, সহ-সভাপতি সৈয়দ বসারত আলী, সিরাজ্জুদিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ বখতিয়ার, শ্রমিক লীগ সভাপতি শামসুল আলম এবং সেক্রেটারি আজিজুল হক খোকন।

এরআগের দিন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আরেকটি সমাবেশ থেকে বিএনপি জামাতসহ ১৮ দলের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ এবং যুদ্ধাপরাধীদের বিচার কাজ ত্বরান্বিত করার দাবি জানানো হয়।

এছাড়া বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজ রহস্য সৃষ্টি করে জনজীবনে নৈরাজ্য সৃষ্টির জন্যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার আহবান জানানো হয়। ব্রুকলিনের সুগন্ধা রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি কমান্ডার নুরনবী।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনজুর আলম শাহীন এবং বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী।

আলোচনায় অংশ নেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী ইমদাদ, স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা এবি সিদ্দিক, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শহীদুল্লাহ মিয়া, যুবলীগের সিনিয়র সহ সভাপতি তারিকুল হায়দার চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য আলাউদ্দিন জাহাঙ্গীর,  মোস্তফা কামাল, মোরশেদ খান বদরুল, হাসান হাবিব জগলু,  ব্রুকলিন আওয়ামী লীগ নেতা ও সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সভাপতি নূরল আমিন, নুরল ইসলাম নজরুল,  জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, ইছমত হক খোকন, আব্দুর রব, আবু ইউসুফ, রুহুল আমিন ও আব্দুল হামিদ।

সভা পরিচালনা করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিবলী ছাদেক শিবলু।

বাংলাদেশ সময় : ২২২৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১২
এলএ,
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।