ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

রিয়াদে সিলেট বিএনপির প্রতিবাদ সমাবেশ

মোহাম্মদ আল-আমীন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১২
রিয়াদে সিলেট বিএনপির প্রতিবাদ সমাবেশ

রিয়াদ (সৌদি আরব): এম ইলিয়াস আলী বেঁচে থাকতে টিপাইমুখ বাঁধ হতে দেবেন না। তাই ভারতের দালাল সরকারের রক্ষীবাহিনী তাকে গুম করার গভীর ষড়যন্ত্র করছে।

জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে সরকারের লুটপাট, হত্যা ও গুমের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলে এম ইলিয়াস আলীকে মুক্ত করব ইনশাল্লাহ।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার প্রতিবাদে রোববার রিয়াদের ইন্টারন্যাশনাল হোটেলের হল রুমে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এ কথা বলেন।

বৃহত্তর সিলেট বিভাগ বিএনপির সভাপতি শাহ্ ফুজায়েল আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন বৃহত্তর সিলেট বিভাগ বিএনপির সহ-সভাপতি আবদুল আজিজ মাসুক।

আরো বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী কাপ্তান হোসেন,বিশিষ্ট সাহিত্যিক ফিরোজ হোসেন খান, রিয়াদ বিএনপির সভাপতি কারী আবদুল হাকিম, বিএনপি নেতা মোফাজ্জল হোসেন স্বপন, শাহীন আহম্মেদ, ইনজাজ আলী, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন, আলাউর রহমান, তোফায়েল আহম্মেদ, আজিজুর রহমান, আলী আকবর শরীফ, শাহজাহান আলম, মজিব খান, আরিফ আহম্মেদ, সাইফুল ইসলাম, রাসেল আহম্মেদ, মুজাফ্ফর আহম্মেদ প্রমুখ।

সমাবেশে বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি সভাপতি এম এ হক।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট ‍আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।