ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

নিউইংল্যান্ড আ.লীগের মুজিবনগর দিবস পালন

সাবেদ সাথী, নিউইংল্যান্ড থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১২

নিউইংল্যান্ড: ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে নিউইংল্যান্ড আওয়ামী লীগ।

বস্টনের ক্যামব্রিজে রিঞ্জ কমিউনিটি সেন্টারে ২১ এপ্রিল এ সভা অনুষ্ঠিত হয়।

                                                                                                                     

নিউইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এবং কৃষি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য মনিরুল ইসলাম মনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. সৈয়দ আবু হাসনাত, রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের বিখ্যাত ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ এম আমান উল্লাহ।

সভায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বিশেষ বক্তব্য রাখেন ‘প্রাক্তন প্রধানমন্ত্রী তাজউদ্দিন’ গবেষক এবং নিউইংল্যান্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুনীর হুসেইন।

আলোচনা সভা পরিচালনা করেন দলের সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ।                                                                                                                                                                                                                                                                                                                                                                                       

আলোচনা সভায় বক্তারা বলেন, একাত্তরের সতেরই এপ্রিল মুজিবনগর সরকারের শপথগ্রহণ ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশ্বব্যাপী গণসমর্থন আদায়ে এবং সংগঠিতভাবে জনতার যুদ্ধকে এগিয়ে নিয়ে যাওয়ার এক বিরাট পদক্ষেপ। যার ফলশ্রতিতে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বাঙালি জাতি বিজয় অর্জন করে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নিউইংল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রাতুল কান্তি বড়ুয়া, যুবলীগ আহ্বায়ক মিন্টো কামরুজ্জামান, ড. গর্গ চ্যাটার্জি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ম্যাসাচুসেটস্ শাখার উপদেষ্টা শহীদ সন্তান নাহিদ নজরুল, মুক্তিযোদ্ধা মোহাম্মদ রহমান মন্টু, রিজিয়া ইসলাম প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন নিউইংল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান, আব্দুস সালাম, জুয়েল বড়ুয়া, ওসমান গণি, ইঞ্জিনিয়ার নুরুল কবির, মোহাম্মদ খান রিপণ, মিসেস ইভা হাসনাত, মিসেস রাজু বড়ুয়া, মঞ্জুরী ইউসুফ, জেসিবা চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।