কানাডা: বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এম ইলিয়াস আলী এবং তার গাড়িচালক নিখোঁজ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কানাডা সংসদের বিরোধীদলীয় নেতা থমাস মক্লেয়ার এমপি।
৩০ এপ্রিল কানাডা বিএনপির সভাপতি ফয়সল আহমেদ চৌধুরীর কাছে এক চিঠিতে তিনি এ উদ্বেগের কথা জানান।
চিঠিতে তিনি জানান, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা খুবই পীড়াদায়ক।
উল্লেখ্য, ইলিয়াস আলী ও তার গাড়িচালক নিখোঁজ হওয়ার পর মন্ট্রিয়ল, টরেন্টোসহ কানাডার বিভিন্ন নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে স্থানীয় বিএনপি। পাশাপাশি কানাডা বিএনপির সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী সেখানকার সরকারের বিভিন্ন স্তরে জোর লবিং করে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ০৪৩২ ঘণ্টা, মে ০৩, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর