ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

নিউইয়র্ক ৩২ হাজার বাইসাইকেল আরোহীর ট্যুর

অনুপ কুমার বিশ্বাস, নিউইয়র্ক থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, মে ৭, ২০১২
নিউইয়র্ক ৩২ হাজার বাইসাইকেল আরোহীর ট্যুর

নিউইয়র্ক : নিইইয়র্কে ৩২ হাজার বাইসাইকেল আরোহীর অংশ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল এক জমকালো ট্যুর। গত রোববার শিশু থেকে বৃদ্ধ বাইসাইকেল আরোহী এ ট্যুরে অংশ গ্রহণ করেন।



আমেরিকাসহ প্রায় ৬৪ দেশের বাইসাইকেল আরোহীরা ৪০ মাইল পথ অতিক্রম করেন। অংশ গ্রহণকারী সাইকেল আরোহীরা লোয়ার  মানহাটান  থেকে যাত্রা শুরু করে ৫ বরু ঘুরে স্ট্যাটেন  আইল্যান্ড  ফেরি টার্মিনালে যাত্রা শেষ করেন।

সোড়ে ৩ দশক আগে মাত্র ২৫০জন সাইকেল আরোহীর   অংশ গ্রহণে শুরু হযয়েছিল এ সাইকেল ট্যুর। এরপর বেড়েই চলেছে এ যাত্রা।

চলতি বছরে ৩২ হাজার সাইকেল আরোহীর অংশ গ্রহণ করেন  এ  সাইকেল ট্যুরে। আয়োজক সূত্র জানিয়েছে- সাইক্লিংকে জনপ্রিয়  করার জন্য এই  বাইসাইকেল  ট্যুর। আর সে কারণে নিউইয়র্ক  সিটিতে প্রতি বছর  হয়ে আসছে এ বাইসাইকেল  ট্যুর।

বাংলাদেশ সময় : ১২৪৫ ঘণ্টা, মে ০৭, ২০১২

একেবি, সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।