ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

বাংলাদেশের মানবাধিকার নিয়ে লন্ডনে সেমিনার: তত্ত্বাবধায়ক পূনর্বহালের

লন্ডন থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, মে ১২, ২০১২

লন্ডন: লন্ডনস্থ মানবাধিকার ফোরাম ‘বাংলাদেশ সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট (ইউকে)’ এর উদ্যোগে ‘বাংলাদেশে মানবাধিকার’ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতার কারণে মানবাধিকারের যে লঙ্ঘন হচ্ছে তা এড়ানোর জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূনর্প্রবর্তনের সুপারিশসহ ১১টি প্রস্তাবনা গ্রহণ করা হয়।



পূর্ব লন্ডনের জাগোনারি সেন্টারে ১০ মে এ সেমিনার অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি আব্বাস ফয়েজ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ফোরামের আহ্বায়ক মহিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন কার্ডিফ ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ড. কেএমএ মালিক।

অন্যান্য প্যানেল স্পিকার  ছিলেন- ড. মুমিন চৌধুরী, ব্যারিস্টার নাজির হোসেন, সম্পাদক চৌধুরী ফারুক, মেজর (অব.) সিদ্দিক, মেজর (অব.) ফারুক, লেখক মনোয়ার বদরুদ্দোজা ও ড. তুর্য।

বক্তারা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের চলমান ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তা নিরসনে সরকার ও বিরোধীদলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সেমিনারে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক এমএ মালেক, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জগলুল হোসেন, সম্পাদক চৌধুরী ফারুক, মিডিয়া ব্যক্তিত্ব শামসুল আলম লিটন, ব্যারিস্টার আহমেদ সগির, ব্যারিস্টার আবু মোরশেদ ইউসুফ, লেখক আলিয়ার রহমান, মুফতি সদরুদ্দীন, মাওলানা আবু সালেহ, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান, পর্তুগাল বিএনপি নেতা মো. ফিরোজ জামান, স্পেন বিএনপি নেতা মো. মজিবুর রহমান, প্রফেসর ফারুক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মে ১২, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।