ঢাকা : মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের পাশে দাঁড়ানো বাঙালির অকৃত্রিম বন্ধু, বাংলা ভাষা, সংস্কৃতির সুহৃদ কানাডীয় অধ্যাপক জোশেফ টি ও’কনেলের অন্ত্যেষ্টিক্রিয়া গত ১৫ মে মঙ্গলবার টরন্টোতে অনু্ষ্ঠিত হয়। এর আগে গত রোববার ১৩ মে টরন্টোর অ্যাগ্লিনটনের মর্লি বেডফোর্ড ফিউনারেল হোমে শিক্ষক, সুধী সমাজসহ প্রবাসী বাঙালিরাও তাকে শেষ শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, জোসেফ মস্তিষ্কে রক্তক্ষরণে জ্ঞান হারিয়ে গত ৬ মে রোববার নিউইয়র্কের এক হাসপাতালে মৃত্যুবরণ করলেন।
তাঁর মৃত্যুতে কানাডাস্থ ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে।
বাংলাদেশ সময় : ১৯৪৭ ঘণ্টা, ১৬ মে, ২০১২
সম্পাদনা: জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর