ফিনল্যান্ড : আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ফিনল্যান্ড আওয়ামী লীগ দলের সভাপতি আলী মো. রমজান।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে ২০১৪ সালে ভারতের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধের সমাধান হবে।
সম্প্রতি হেলসিংকিতে ফিনল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
বিরোধী দল প্রসঙ্গে মো. রমজান বলেন, ‘এর আগে বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষা করতে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিরোধী দল।
কর্মীসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি খন্দকার এনামুল হক সাহিন, সহ-সভাপতি তপন বংবাসী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর, মোস্তফা আজাদ বাপি, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম, স্বপন মুজিবুল্লাহ, আরিফুর রহমান আরিফ, পাপ্পু, মোরছালীন, শাখাওয়াত হোসেন, নাজমুল হাসান লিটন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন- আবদুল কুদ্দুস, আজিজুল, মামুন, রাকিবুল হাসান, মঞ্জুর রহমান, মো. খালেদুল ইসলাম জিতু, আতাউর রহমান রুহেল, তানভীর আহমেদ, জয়নাল, ইমন আহমেদ, নাজমুল হাসান লিটন, শেখ সেলিম, শেখসোহেল, সায়েম হোসেন, জাহিদ চৌধুরী, মহিবুল ইসলাম, সৌরব, মিলন, উজ্জ্বল, দ্বীপক, পাপ্পু রোজারিও, জুয়েল, লাবু, জাহিদ, আনোয়ার প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, মে ২১, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর