ঢাকা: আমেরিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন জাহাঙ্গীরনগর অ্যালুমনি অ্যাসোসিয়েশন অব আমেরিকা’র (জেএএএ) সাধারণ সভায় একটি নবায়ণ যোগ্য সাধারণ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাতটায় নিউ ইয়র্ক জ্যামাইকায় অবস্থিত টিক্কা গার্ডেন রেস্টুরেন্টের সভাকক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতি ক্রমে এ কমিটি গঠন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র একরামুল করিম (পরিসংখ্যান, ১ম ব্যাচ) ও ড. বাকের সিদ্দিকীর (অর্থনীতি, ২য় ব্যাচ) বিগত দুই বছরের চেষ্টায় অন্যান্য রাষ্ট্রে বসবাসকারী শিক্ষার্থীদের নিয়ে গঠিত সমন্বয় কমিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যালুমনি ইউনিফিকেশন কমিটির সদস্যদের প্রস্তাবে জেএএএ গঠন করা হয়।
সভায় কমিটির নব নিযুক্ত প্রেসিডেন্ট কবির কিরণ (পদার্থ, ১০তম ব্যাচ) ও সেক্রেটারি মোহাম্মদ নাসিরুল্লাহ (ইংরেজি, ২৩তম ব্যাচ) আমেরিকায় অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের সকল এলামনি ও তাদের পরিবারের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এসময় ভাইস প্রেসিডেন্ট আক্তার আহমেদ রাসার (ইংরেজি, ১০তম ব্যাচ) অধীনে একটি উপ-কমিটি গঠন করে ২০১৫ সালে ‘দি গ্রেট গ্র্যান্ড এলামনি রিইউনিয়ন’ করার কথা প্রস্তাব করেন কবির কিরণ।
কমিটিতে আরো রয়েছেন সহকারী সেক্রেটারি আশীষ ঘোষ (কম্পিউটার অ্যান্ড ইলেক্টনিক্স, ৩১ তম ব্যাচ) ভাইস প্রেসিডেন্ট আক্তার আহমেদ রাসা (ইংরেজি, ১০তম ব্যাচ), খালেদ মনির জোসেফ (ভূগোল, ১০ তম ব্যাচ), নাহিদ সুলতানা কোলি (বাংলা, ১০তম ব্যাচ), হাবিব রহমান ফিরোজ (পদার্থ, ১৫তম ব্যাচ), সুজিত পাল (পরিসংখ্যান, ১২তম ব্যাচ), অর্গানাইজিং সেক্রেটারি সঞ্জিত কুমার ঘোষ (ইতিহাস, ২২তম ব্যাচ), কালচারাল সেক্রেটারি মেহের কবির (বাংলা, ২১তম ব্যাচ), পাবলিসিটি সেক্রেটারি নার্গিস জোয়ার্দার (জীববিদ্যা, ২০তম ব্যাচ), ট্রেজারার মো. হুমায়ুন কবির (রসায়ন, ১২তম ব্যাচ)।
সদস্যদের মধ্যে রয়েছেন আশুতোষ সাহা (পদার্থ, ৯তম ব্যাচ), আহসান হাবিব জুয়েল (অর্থনীতি, ১১তম ব্যাচ), সৌমিত মন্ডল (পদার্থ, ১৯তম ব্যাচ), মো. রহমান পলিন (ভূগোল, ২০তম ব্যাচ), আর্গা সারথী সিকদার (অর্থনীতি, ২০তম ব্যাচ), মোহাম্মদ গোফরানুল হক (বোটানি, ২০তম ব্যাচ), ড. সায়িক আরিফুজ্জামান (ইতিহাস, ২১ ব্যাচ), মোহাম্মদ জিন্নাহ (ইতিহাস, ৩২তম ব্যাচ) এবং আল ইমরান (ভূগোল, ৩২তম ব্যাচ)।
বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪