ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ওমানে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বিভিন্ন অঞ্চল

ওমর ফারুক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫২ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
ওমানে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বিভিন্ন অঞ্চল ছবি: সংগৃহীত

ওমান থেকে: মধ্যপ্রাচ্যের ওমানে প্রবল বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে অনেক এলাকা।

স্থানীয় সময় শুক্রবার (১২ জুন) দিনভর প্রবল বর্ষণে জন-জীবনে চরম বিপর্যয় নেমে আসে।

বৃষ্টির কারণে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। বিভিন্ন সরকারি বাহিনীর উদ্ধারকারী দলের উদ্যোগে বন্যায় আটকে পড়াদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

সকাল থেকে টানা বৃষ্টির ফলে স্কুল-কলেজে আটকা পড়ে শিক্ষার্থীরা। এছাড়া বন্যার কারণে কর্মস্থল ও ঘরবাড়িতে আটকা পড়েছে অনেক বাসিন্দা। ঘর-বাড়ি, ফুয়েল স্টেশন, দোকান পাট, রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গিয়ে ইতোমধ্যে দেশটির অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। আবার অনেক পাহাড়ি এলাকায় দেখা দিয়েছে পাহাড় ধস।

পরে বিকেল থেকে বন্যার পানি বৃদ্ধি পেতে থাকলে প্রাথমিকভাবে হেলিকপ্টারের সাহায্যে আটকে পড়া শিক্ষার্থী ও স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে উদ্ধারকর্মীরা। জরুরি ভিত্তিতে ত্রান তৎপরতা শুরু করা না গেলে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
 
অন্যদিকে, বাংলাদেশসহ বিভিন্ন দেশের চাষি, ব্যবসায়ী, ও শ্রমিকরা বৃষ্টির কাননে কর্মহীন হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ০৫৫২ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।