ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

১৩ মার্চ সুইডেন আওয়ামী লীগের সম্মেলন

সুইডেন থেকে মাসুম বারী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
১৩ মার্চ সুইডেন আওয়ামী লীগের সম্মেলন

স্টকহোম (সুইডেন): আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হবে সুইডেন আওয়ামী লীগের সম্মেলন। ২৪ জানুয়ারি সংগঠনের কার্যকরী কমিটির সভার সিদ্ধান্ত মতে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সম্পাদকমণ্ডলীর এক সভায় সম্মলনের এ সিদ্ধান্ত নেওয়া হয়।



সম্পাদকমণ্ডলীর সভায় উপস্থিত নেতাদের সঙ্গে টেলিফোনে আলাপকালে ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাস গুপ্ত ও সাধারণ সম্পাদক এম এ গণি আগামী ১৩ মার্চ সম্মেলন করার বিষয়ে তাদের মতামত দিলে সর্বসম্মতভাবে তা মেনে নেওয়া হয়।

এদিকে, সম্মেলনকে সামনে রেখে স্ক্যান্ডিনেভিয়ান এ দেশটিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চলছে উৎসবের আমেজ। দীর্ঘ কয়েক বছর পর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।